ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন

mzamin

বরগুনার পাথরঘাটা উপজেলায় দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের খাসতবক এলাকার বাবুল হওলাদারের ছেলে মো. রাকিব (২০), জামিরতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাকিব (১৬) এবং রুপধন এলাকার নাসির উদ্দিনের ছেলে তানভীর (১৮)। নিহতদের মধ্যে সাকিব ছিলেন মোটরসাইকেলটির চালক। তারা সবাই সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকায় রাস্তায় একটি পিকআপ পার্কিং করা ছিল। তিন বন্ধু মোটরসাইকেলে কাকচিড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালানো হচ্ছিল। এর মধ্যে হঠাৎ তাদের মোটরসাইকেলের হেডলাইট বন্ধ হয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status