ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বাংলাদেশ ফেডারেশন ফোরামের সভাপতি কোহিনূর, সাধারণ সম্পাদক তুহিন

স্পোর্টস রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

দেশে প্রায় ৫৮টি ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশন রয়েছে। যেখানে হাজার হাজার ক্রীড়াবিদ তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে থাকেন। ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশনের নানা স্বার্থরক্ষায় কাজ করে থাকে বাংলাদেশ ফেডারেশন ফোরাম। ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এই সংগঠনের নেতৃত্বে কিছুটা পরিবর্তন এসেছে। রোববার রাতে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ফেডারেশন ফোরামের সভা। সেখানেই হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরকে সভাপতি এবং বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে কমিটির অন্য পদগুলো সুবিন্যাশ করা হবে বলে জানিয়েছেন কোহিনূর।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার ও ঢাকা উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল গাফফার, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএসএম হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status