দেশ বিদেশ
রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবাররাজধানীর চকবাজার থানা এলাকায় সুবাইতা (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল চারটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মা মালিহা রহমান বলেন, আমার মেয়ে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রস্তুতি চলছে। আজ তার ভাই তামিমের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমি বাসায় এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার মতিহার থানার বিনোদপুর এলাকায়। আমার স্বামীর নাম সজিবুর রহমান। বর্তমানে বুয়েটের স্টাফ কোয়ার্টারে ১৩/ই নম্বর বিল্ডিং এ বসবাস করি। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে তানিন ছিল ছোট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।