বাংলারজমিন
৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা বরখাস্ত
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারভুয়া এলসি খুলে ৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংক লিমিটেডের খুলনার শাম্স বিল্ডিং শাখার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজ ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় করা তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন- ব্যাংকটির ওই শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির ইব্নে বারাক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হোসেন।
তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান ও জেনারেল ম্যানেজার তাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিজিএম জাকির ইব্নে বারাক ও ফরেন এক্সচেঞ্জ-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কয়েকদিন আগে তাদের ওই শাখা থেকে সরিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এরই মধ্যে ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেবো আমরা। রূপালী ব্যাংকের শাম্স বিল্ডিং শাখার বর্তমান উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বিলকিস বেগম বলেন, ‘ব্যাংকের বৈদেশিক ঋণ শাখায় অনিয়ম ধরা পড়ায় প্রধান কার্যালয় থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।