বাংলারজমিন
কালাইয়ে কোটি টাকা হাতিয়ে এনজিও পরিচালক উধাও
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
জয়পুরহাটের কালাইয়ে গবাদিপশু দেয়ার নামে প্রায় ৫ হাজার গ্রাহকের এক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে সওজ (স্মার্ট অর্গানাইজেশন অব জয়পুরহাট) নামের এক এনজিও’র পরিচালক। রাতারাতি অফিসে তালা ঝুলিয়ে আসবাবপত্র নিয়ে পালিয়েছে প্রতারকরা। কয়েকদিন ধরে অফিসে তালা ঝুলানো দেখে ফেরত যাচ্ছেন গ্রাহকরা। কোনো উপায় না দেখে আফছার আলী নামে এক গ্রাহক বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, ২০২৩ সালে কালাই উপজেলা সমাজসেবা অফিস থেকে গবাদিপশু পালনের রেজিস্ট্রেশন নিয়ে উপজেলার মাত্রাই বাজারে সওজ নামে একটি এনজিও’র কার্যক্রম শুরু করে। সমিতিটি চালানোর জন্য প্রতিটি গ্রামে ১৫-২০ সদস্যের ২-৩টি করে সমিতি গঠন করেন এই চক্রটি। গ্রাহকদের জমানো অর্থের বিনিময়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি দেয়ার কথা বলে প্রত্যেকের নিকট থেকে ভর্তি ফি বাবদ ১০০ টাকা এবং সাপ্তাহিক সঞ্চয় ৫০ টাকা করে জমা নেয় তারা। গত ৯ মাসে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার। এসবে আকৃষ্ট হয়ে আমানতকারীরা সেখানে সঞ্চয় জমা করেন। মাত্রাইসহ আশপাশের প্রায় শতাধিক গ্রামের ৫ হাজার গ্রাহকের প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা উধাও। শুধু তাই নয়, যারা কর্মী হিসেবে কাজ করতেন তাদের মধ্যে ২০ জনের নিকট থেকে জামানত বাবদ ৩ লাখ টাকা নেয়া হয়েছে বলে জানান সওজ এনজিও’র মাত্রাই শাখার ব্যবস্থাপক মফিদুল ইসলাম।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৯ মাস আগে উপজেলার উদয়পুর ইউনিয়নের আরবাব গ্রামে ১৬ সদস্যের একটি সমিতি গঠন করে এনজিও’র কর্মীরা।