বাংলারজমিন
ছাতকে ব্যবসায়ী নিখোঁজ, থানায় অপহরণের অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
সুনামগঞ্জের ছাতক শহরের হোটেল ব্যবসায়ী মোশারফ মিয়া (২৯) নিখোঁজ হওয়ার ৭ দিনেও কোনো খোঁজ মেলেনি। তিনি পৌরসভার ২নং ওয়ার্ড নোয়ারাই-ইসলামপুর এলাকার মজনু মিয়ার ছেলে। মধ্য বাজারের হানিফ রেস্টুরেন্টের নামে একটি হোটেল ব্যবসা পরিচালনা করতেন তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ব্যবসায়ী মোশারফকে অপহরণ করা হতে পারে মর্মে গত শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার পর ব্যবসায়ী মোশারফ মিয়া হোটেলের জন্য দুধ ক্রয়ের কথা বলে পার্শ্ববর্তী ব্যবসায়ী আরিফের দোকানে যান। দীর্ঘ সময়েও মোশারফ ফিরে না আসায় তাকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। গত ১ সপ্তাহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও মোশারফের সন্ধান পাওয়া যায়নি। তার বাবা মজনু মিয়ার ধারণা, পূর্ব-শত্রুতার জেরে তার ছেলেকে অপহরণ করা হতে পারে। এ বিষয়ে ৩ জনকে অভিযুক্ত করে মোশারফের বাবা মজনু মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসান শেখ বলেন, নিখোঁজের বিষয়টি রহস্যজনক, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।