খেলা
রিয়ালের জয়েও চিন্তিত কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৪ অপরাহ্ন
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানার পর ১৪ মিনিটের ব্যবধানে জয়সূচক গোলটিও পেয়ে যায় মাদ্রিদিস্তারা। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় স্বাগতিক রিয়াল। দলের এমন ‘ঘুরে দাঁড়ানো’ জয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কোচ কার্লো আনচেলত্তির কপালে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫ম মিনিটে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। বক্সের ভেতর অনেকটা ফাঁকা জায়গায় বল পান আন্দ্রে বারেনেটেক্সা। তার শট কেপা আরিজাবালাগা পরপর দুবার ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। একটু পর আরো একবার জালে বল পাঠিয়েছিল সোসিয়েদাদ। তবে অফসাইডের খড়গে রক্ষা হয় রিয়ালের। বিরতি থেকে ফেরার এক মিনিট পরই উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভারদের গোলে সমতা টানে রিয়াল মাদ্রিদ। আর ৬০তম মিনিটে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু।
২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। শতভাগ সাফল্য পেলেও তিনটি ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে জয় তুলতে হয়েছে গ্যালাটিকোদের। গত ১৯শে আগস্ট আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের ৩য় মিনিটে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় পায় রিয়াল। ২রা সেপ্টেম্বর হেতাফের বিপক্ষে ম্যাচে ১১তম মিনিটে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোরা। এরপর ২-১ গোলের জয় পায় রিয়াল। সবশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও এমন। জয় পেলেও ঘনঘন শুরুতে পিছিয়ে পড়ায় অস্বস্তিতে ভুগছেন রিয়াল কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ৫ ম্যাচের তিনটিতে আগে গোল খেয়েছি। ঘুরে দাঁড়িয়ে জিতেছি ঠিকই। কিন্তু আমাদের এই বিষয়টা এড়াতে হবে। শুরুতে গোল খেয়ে গেলে কাজটা কঠিন হয়ে পড়ে।’
মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। গত ৪ ম্যাচের সবকটিতেই গোলর পান তিনি, ৫ গোল। তবে সোসিয়েদাদের বিপক্ষে জালের দেখা পাননি বেলিংহ্যাম। যদিও শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। দারুণ সেভে তার প্রচেষ্টা রুখে দেন সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রামিরো। কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘বেলিংহ্যাম প্রতিপক্ষের বক্সে খুব বেশি ঢুকতে পারেনি। কিন্তু সে আরো একটি ভালো ম্যাচ উপহার দিয়েছে। সোসিয়েদাদের হাই ডিফেন্সিভ লাইন ভেতরে ঢোকা কঠিন করে দিয়েছিল।’
রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট লস ব্লাঙ্কোদের। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৫। আর ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রিয়াল সোসিয়েদাদ।