খেলা
ঢাকায় প্রথম দিন বিশ্রামে কাটালো নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারবিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সেই সিরিজ খেলতে শনিবার রাত সাড়ে ১১টায় বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। এদিন প্রথম দফায় দলের সব খেলোয়াড় আসেননি। গতকাল দ্বিতীয় দফায় বিকাল সাড়ে ৫টায় আসেন দলের বাকি সদস্যরা। প্রথম দফায় বাংলাদেশে আসা সদস্যরা গতকাল সারাদিন হোটেলে বিশ্রামেই ছিলেন। আগামী বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, টিম সাউদিরা আসছে না বাংলাদেশে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে অধিনায়কত্ব করবেন পেসার লকি ফার্গুসন।
নিউজিল্যান্ডের মতো বাংলাদেশও এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা খেলবেন এই সিরিজে।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।