খেলা
ড্রেসিংরুমে বাবর-শাহীনের ঝগড়া
স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারফেভারিটের তকমা নিয়ে এশিয়া কাপে অংশ নেয় পাকিস্তান। তবে শিরোপা জয় তো দূরের কথা, ফাইনালেই পৌঁছাতে পারেনি দলটি। দলের ব্যর্থতায় সতীর্থদের ওপর ক্ষোভ ঝারেন অধিনায়ক বাবর আজম। এতে চটে যান শাহীন শাহ আফ্রিদিও। শ্রীলঙ্কা ম্যাচের পর বাবর-শাহীনের তর্কাতর্কি নিয়ে সরব পাকিস্তানের ক্রিকেট পাড়া। নেপালকে ২৩৮ রানে বিধ্বস্ত করে এশিয়া কাপ যাত্রা শুরু করে পাকিস্তান। ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত গ্রুপপর্বের বাবর আজমদের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার ফোরে পৌঁছে ‘ম্যান ইন গ্রিন’রা। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এরপরই ছন্দপতন। ভারতের বিপক্ষে ২২৮ রানের হারের পর শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপ যাত্রা থামে পাকিস্তানের। পাকিস্তানি গণমাধ্যমগুলো খবর, শ্রীলঙ্কা ম্যাচের পর টিম মিটিংয়ে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন অধিনায়ক বাবর আজম ও পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানি গণমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়, ড্রেসিংরুমে অধিনায়ক বাবর বলেছেন, তাদের দলের খেলোয়াড়েরা দায়িত্ব নিয়ে খেলছেন না।
বাবর বলেন, ‘তোমরা যদি এভাবেই চালিয়ে যেতে থাকো, শিগগির মানুষ তোমাদের ভুলে যাবে। বিশ্বকাপই তোমাদের শেষ সুযোগ।’ ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করে এশিয়া কাপে অংশ নিয়েছিল পাকিস্তান। যদিও মহাদেশীয় টুর্নামেন্টের ব্যর্থতায় র্যাঙ্কিংয়ে তিনে নেমে যায় তারা। বাবর বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের মনেই হয়নি যে, আমরা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। নিজেদের সুপারস্টার ভাবার কিছু নেই। বিশ্বকাপ হাতছাড়া হলে তোমাদের আর কেউ সুপারস্টার ভাববে না।’ এর জবাবে শাহীন আফ্রিদি বলেন, ‘অন্তত যারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে, তাদের তো কৃতিত্বটা দাও।’ জবাবে বাবর বলেন, ‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে, কে করেনি।’ ইনসাইড স্পোর্টের প্রতিবেদনে বলা হয়, দুই সতীর্থের বিতণ্ডা বাড়তে থাকলে মধ্যস্থতা করেন পাকিস্তানের কোচিং স্টাফ এবং উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক সেই খেলোয়াড় ‘ক্রিকেট পাকিস্তান’কে বলেন, ‘টিম মিটিংয়ে সবাই তাদের চিন্তাভাবনা শেয়ার করে। টিম মিটিংয়ে তর্কাতর্কি হয়েছে, এমন খবরের কোনো সত্যতা নেই। সবাই একসঙ্গে টিম মিটিং করেছে, অনেকে তো একই ফ্লাইটে (শ্রীলঙ্কা থেকে) পাকিস্তানেও ফিরেছে।’