রাজনীতি
জেগে উঠুন, সরকারকে পরাজিত করুন: ফখরুল
কাজী সুমন, প্রতীক ওমর, বগুড়া থেকে
(২ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

দেশের জনগণকে জেগে উঠে বর্তমান সরকারকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোডমার্চ থেকে এই বার্তাই দিতে চাই- আসুন জেগে উঠুন। এই সরকারকে পরাজিত করুন।
রোববার সকালে বগুড়ায় এরোলীয়ায় তারুণ্যের রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আপনাদেরই সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার ৫২ বছর পরে সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে কেন? ভোটের অধিকার, মানুষের অধিকার, ভাতের অধিকারের জন্য। চাল দাম কত এখন- ৭০/৮০ টাকা তাই না? চাল, ডাল, তেল প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী। বিদ্যুতের দাম তিনি চার বার করে বাড়াচ্ছেন।
তিনি বলেন, এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। সরকার চুরি করে দেশকে ফোকলা করে দিয়েছে। সবচেয়ে বড় চুরি, আমাদের ভোটের অধিকার চুরি করেছে।
মির্জা ফখরুল বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছে। আজকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না। ডাক্তারা বলছেন, তাকে বাচাঁতে হলে তাড়াতাড়ি তার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার, সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। বারবার আমরা বলছি, পরিবার থেকে বলছে কিন্তু তিনি (শেখ হাসিনা) শুনতে রাজি নন। পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিতে হবে। অন্যথায় সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।
তিনি বলেন, কেউ আমাদের দিয়ে দেবে না। আমাদের আদায় করে নিতে হবে। সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনাকে সরাতে হবে। তিনি ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন সুষ্ঠু হবে না। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠার কথা বলেন তিনি।
পাঠকের মতামত
বাংলাদেশের জনগণ এখন আর বিড়ালের মত মিউনিও কন্ঠে কথা শুনতে চায়না বাংলাদেশের মানুষ এখন বাঘের গর্জন শুনতে চাই সিংহের মত গর্জন দিয়ে লুটেরা সন্ত্রাসী মুনাফা খোর এবং টাকা পাচারকারীদের প্রতিহত করার কথা শুনতে চাই
আপনারা যখন খমতায় ছিলেন তখন কোন ইনসাফ করেছেন? কিভাবে বুঝবো আপনাদের চরিত্র বদলাইছে? আপনারা তো চুরি করে দূরর্নিতীতে একনম্বর ছিলেন। আপনারা খারাপের মধ্যে বেশী খারাপ ছিলেন। বিএনপি জামাতের শাসন এযাবৎ বাংলাদেশের সবচেয়ে খারাপ সময় ছিল। আজ তাদের কাছে আমি ভাল প্রতাশা করি না।
এত আন্দোলনের চেয়ে পুলিশ কে হাত করুন
আ; লীগ সরকার দেশের মানুষকে সোনার কাঠি রুপার কাঠি দিয়ে ঘুম পারিয়ে রেখেছে তাই মনে হয় না তারা আপনার ডাকে সহসা ঘুম থেকে জেগে উঠবে।
গত ১৫ বছর যাবত এই একই কথা শুনে আসছি। মূলকথা হলো এই সরকার কে পরাজিত করার মত শক্তি বিএনপি জামায়াত সহ সমস্ত আওয়ামী লীগ বিরোধীদের নেই।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]