খেলা
‘সবাই সুস্থ থাকলে ভালো একটা টুর্নামেন্ট হতো’
স্পোর্টস রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
গ্রুপ পর্বে দু’টি ম্যাচের মধ্যে জয় এসেছে একটিতে। সুপার ফোরে খেলা তিনটির মধ্যেও একটি জয়। সবমিলিয়ে বাংলাদেশের এশিয়া কাপ পারফরম্যান্স ভালো হয়নি, তা বলাই যায়। তবে শেষ ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শেষটা রাঙিয়েছে বাংলাদেশ। যা বদলে দিয়েছে দলটির ক্রিকেটারদের শরীরী ভাষা। গতকাল দেশে ফিরে আসা বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেখে তা স্পষ্টই বোঝা গেছে। দলের সদস্য মেহেদী হাসান মিরাজও তাই বললেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, দলের কাছে টুর্নামেন্ট ফেবারিট ভারতকে হারানোর গুরুত্ব কতটা, ‘শেষ ম্যাচটা জেতায় দলের মধ্যে আলাদা আত্মবিশ্বাস যোগ করবে। ভারত এই টুর্নামেন্টে খুব ভালো খেলছে।’ এই ম্যাচের আত্মবিশ্বাস আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপেও কাজে লাগবে জানিয়ে মিরাজ বলেন, ‘ম্যাচটা এমন ছিল...আমরা জিতলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তবে আমাদের মধ্যে এই বিষয়টা কাজ করেছে, যদি ভারতের সঙ্গে জিততে পারি, তাহলে বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা ভালো থাকবে।
আমাদের ওপেনাররা যদি শুরু থেকে সুস্থ থাকত, তাহলে কিন্তু আমি ওপেন করতাম না। যারা ওপেনার ছিল, তারাই করতো। একদিন খুব ভালো হয়েছে। পরে ভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে। মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ছিলেন না। তবে বিশ্বকাপের আগে আশা করি, সবাই খুব দ্রুত সবকিছু পুষিয়ে ওঠার চেষ্টা করবে।’