খেলা
মাদককাণ্ডে অজি স্পিনার ম্যাকগিল গ্রেপ্তার
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে গ্রেপ্তার করা হয়েছে। ৫২ বছর বয়সী সাবেক এই স্পিনারকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ৩ লাখ ৩০ হাজার ডলার দামের এক কেজি কোকেন বেচা-কেনার সঙ্গে জড়িত ছিলেন ম্যাকগিল। দু’জন ব্যক্তির সঙ্গে এই পরিমাণ কোকেন বিক্রির জন্য চুক্তি করেন তিনি। মূলত এটা ছিল তাকে ধরার জন্য পুলিশের ফাঁদ। সেই ফাঁদেই নিজেই পা দিয়ে ধরা খেলেন ম্যাকগিল। ২০২১ সালে অপহরণ হয়েছিলেন বলে অভিযোগ দায়ের করেন ম্যাকগিল। একটি চক্র অপহরণ করে মারধর করেছে বলে অভিযোগে বলেন তিনি। এমনকি সেই চক্র তাকে মেরে ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন সাবেক এই অজি স্পিনার। মূলত ম্যাকগিলের করা ওই অভিযোগের তদন্ত করতে গিয়েই থলের বিড়াল বেরিয়ে আসে। অস্ট্রেলিয়ার পুলিশের দাবি অনুযায়ী, ম্যাকগিল জেনেশুনেই মাদক ব্যবসায় জড়িয়েছেন। সে কারণেই এবার ম্যাকগিলকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে তোলা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে বড় সাজা পেতে পারেন তিনি। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও ভোগ করতে হতে পারে ম্যাকগিলকে। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন ম্যাকগিল। যেখানে টেস্টে এই স্পিনারের শিকার ২০৮ উইকেট আর ওয়ানডেতে শিকার ৬ উইকেট।