ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপেও নাসিমকে নিয়ে শঙ্কায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন নাসিম শাহ। গুরুতর চোটে এশিয়া কাপ শেষ হয়ে যায় এই পাকিস্তানি বোলারের। বিশ্বকাপেও নাসিমকে নিয়ে শঙ্কায় রয়েছে গ্রিন ক্যাপ’রা! 
গত ১০ই সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। সেই ম্যাচে কাঁধে চোট পান নাসিম শাহ। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচটি খেলতে পারেননি এই পেসার। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হতে নাসিমের ঠিক কত দিন লাগতে পারে, সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে নাসিমকে নিয়ে বাবর আজম জানান, ওয়ানডে বিশ্বকাপের শুরুতে তাকে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শেষের দিকে পাওয়া যেতে পারে বলে জানান বাবর। 
ভারতের বিপক্ষে ম্যাচে নাসিমের মতো চোট পান হারিস রউফও। নাসিমকে নিয়ে নিশ্চয়তা দিতে না পারলেও হারিসের অবস্থা উন্নতির দিকে জানিয়েছেন বাবর। দুই পেসার সময় মতো সুস্থ হয়ে না উঠলে, তাদের বিকল্প হিসেবে কাদের নেয়া হবে? উত্তরে মজার ছলে অধিনায়ক বাবর বলেন, ‘পরে বলব (বিকল্প পরিকল্পনা)।

বিজ্ঞাপন
এখন সেটা বলা যাবে না।’
বাবর বলেন, ‘হারিস রউফের অবস্থা ভালো। তার একটু টান লেগেছে। আশা করি, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। নাসিম শাহও তাই... তাদের (চোটের) পার্থক্য আছে। সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’ আগামী ৫ই অক্টোবর শুরু ওয়ানডে বিশ্বকাপ। পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ডকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status