রাজনীতি
১৮ই সেপ্টেম্বর ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

সরকার পতনের একদফার দাবিতে আগামী ১৮ই সেপ্টেম্বর ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একদফা দাবি এবং তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছে আমাদের তিন সংগঠন। এছাড়া বিএনপিও একদফা দাবিতে আগামী ১৮ই সেপ্টেম্বর ধারাবাহিক যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে।
আজ বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সবাই একমত এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারা বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এসএম নাসিরউদ্দিন এলানকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে অবিলম্বে দুই মানবাধিকার কর্মীর মুক্তি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাক্ষাতের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া একদফা আন্দোলন চালিয়ে নিতে বলছেন।
বিএনপি চেয়ারপারসনের এমন নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, কে কী বলেছেন জানি না, আমাদের তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, সেভাবেই সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না। এসবের মধ্যে টানবেন না।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
প্রবাসীদের সঙ্গে ফোনালাপ থেকে ধারণা পেলাম, যতই চেচামেচি চলছে শেষ পর্যন্ত আওয়ামীলীগ নির্বাচনে বিজয়ী হবে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। জনগণ উন্নয়ন কাজে সন্তুষ্ট।
ঘোমটা দিয়ে ঘরেই থাকেন। নাটক করার কি দরকার! সব গুলো পাগল।
বিএনপি ও সমমনাদের থিউরি হয়তোবা Slow and steady wins the race but জনগন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছে তারা আর সময় দিতে নারাজ কারণ তাদের জীবন মান চলন কঠিন থেকে কঠিনতর হচ্ছে যতই দিন যাচ্ছে।
বিএনপি ও সমমনাদের থিউরি হয়তোবা Slow and steady wins the race but জনগন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছে তারা আর সময় দিতে নারাজ কারণ তাদের জীবন মান চলন কঠিন থেকে কঠিনতর হচ্ছে যতই দিন যাচ্ছে।
বাংলাদেশ থেকে বৃটেনের কিছু প্রবাসীদের সঙ্গে ফোনালাপ থেকে ধারণা পেলাম, যতই চেচামেচি চলছে শেষ পর্যন্ত আওয়ামীলীগ নির্বাচনে বিজয়ী হবে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। জনগণ উন্নয়ন কাজে সন্তুষ্ট।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]