দেশ বিদেশ
নিয়ম শুধু বিএনপি’র জন্য, অনিয়ম আওয়ামী লীগের জন্য
স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
নিয়ম শুধু বিএনপি’র জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন তিনি। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায়’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়ম শুধু বিএনপি’র জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এই অনিয়মের বেড়াজাল অবশ্যই ভেঙে তছনছ করে দেবো। আর আমাদের মাথায় রাখতে হবে, এটা শুধু মাত্র বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, সারা দেশের মানুষের মুক্তি, সার্বভৌমত্বের মুক্তি এবং মানুষের ভোটাধিকারের মুক্তি। সুতরাং আমরা আমাদের কাজ করে যাবো।
মির্জা আব্বাস বলেন, আজকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। তিনি কোনো অন্যায় করেন নাই, তাকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে।
নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে তিনি আরও বলেন, আজকে বেগম খালেদা জিয়া জেলে।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]