রকমারি
মেয়ের নামে শরীরে ৬৬৭টি ট্যাটু করে বিশ্ব রেকর্ড গড়লেন এই ব্যক্তি
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের ৪৯ বছর বয়সী এক ব্যক্তি শরীরে একই নামের একাধিক ট্যাটু করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন। মার্ক ওয়েন ইভান্স তার মেয়ের নামে শরীরে মোট ৬৬৭ টি ট্যাটু করিয়েছিলেন। এর আগে ২০১৭ সালে ইভান্স তার শরীরে একই নামের সবচেয়ে বেশি ট্যাটু করার রেকর্ড অর্জন করেছিলেন। সেসময় তিনি তার মেয়ে লুসির নামে পিঠে ২৬৭টি ট্যাটু করিয়েছিলেন। ২০২০ সালে তিনি সেই রেকর্ডটি হারিয়েছিলেন, যখন আমেরিকান ডিড্রা ভিজিল ৩০০ বার নিজের নাম ট্যাটু করে রেকর্ডটি ভেঙেছিলেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা প্রকাশিত সংবাদ অনুসারে, ইভান্স নিজের রেকর্ডটি পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। সেইমতো তার পিঠে খুব বেশি জায়গা না থাকায় নিজের উরুতে নতুন ট্যাটু করার সিদ্ধান্ত নেন। ইভান জিডব্লিউএসকে বলেন, প্রতিটি পায়ে ২০০টি করে মোট ৪০০টি ট্যাটুর জন্য তার সাড়ে পাঁচঘণ্টা সময় লেগেছে। নতুন এই রেকর্ড তিনি তার মেয়েকে উৎসর্গ করতে চান।
Wrexham এর Dexterity Ink-এর দুইজন ট্যাটু শিল্পী পুরো কাজটি সম্পূর্ণ করেছেন। এই মুহূর্তে সন্তান নেবার পরিকল্পনা না করলেও ভবিষ্যতে ঘরে নতুন অতিথি এলে তার জন্যও বড় কিছু করার ইচ্ছে রয়েছে ইভান্সের। এর আগে, একজন আমেরিকান ব্যক্তি এক বছরের ব্যবধানে ৭৭৭টি সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
সূত্র : এনডিটিভি