রাজনীতি
হঠাৎ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৭ অপরাহ্ন

চলমান রাজনৈতিক নানা ইস্যুসহ আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে হঠাৎ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত নয়টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ছয়জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, চলমান আন্দোলন, আসন্ন কর্মসূচি বাস্তবায়নসহ দেশের বর্তমান পরিস্থিতির নানা ইস্যুকে সামনে রেখেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও মঙ্গলবার আদালতে আইনজীবীদের ওপর হামলার বিষয় নিয়ে আলোচনা রয়েছে। তবে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য গণমাধ্যমে কথা বলেননি।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]