রাজনীতি
বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ না করায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ পরোয়ানা জারি করেন। গত ২৬শে জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ টুকুর ৯ বছরের সাজার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন আদালত। সোমবার ১৫ দিন পূর্ণ হয়েছে, কিন্তু টুকু এদিন আদালতে আত্মসমর্পণ করেননি। এজন্য বিচারক এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ৩০শে মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।