বিবিধ
আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর নৃশংসতা অব্যাহত
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৫:৪৯ অপরাহ্ন
আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা থাকলেও পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তা এখনও বিশ্বব্যাপী বহাল রয়েছে। আফগানিস্তানের প্রতি কয়েক দশকের পাকিস্তানি বৈরিতা আন্তঃসীমান্ত গুলিবর্ষণ, অবৈধ স্থাপনা নির্মাণ, সীমান্ত বেড়া নির্মাণ ও আফগান আকাশসীমা লঙ্ঘনসহ বিভিন্ন কর্মকাণ্ডে রূপ নিয়েছে। এসব পদক্ষেপের পেছনে সাধারণ অজুহাত হিসেবে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের উপজাতি অধ্যুষিত জেলাজুড়ে সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ দমনের কথা বলে থাকে ইসলামাবাদ।
তবে তথাকথিত এসব অপারেশনের পেছনে আসল উদ্দেশ্য হলো ডুরান্ড লাইন নামে পরিচিত বিতর্কিত সীমান্ত ইস্যুতে পাকিস্তানি দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়া। ব্রিটিশ আমলের এই সীমান্ত রেখা আঁকার সময় দেওয়া শর্ত উপেক্ষা করে পাকিস্তানকে সব সময় এই ইস্যু কাজে লাগাতে দেখা যায়। ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মানতে নারাজ কাবুলের উদ্বেগকে উপেক্ষা করেছে ইসলামাবাদ।
পাকিস্তান-আফগান সীমান্তে দুই পাশে বসববাস করে উপজাতিরা, বিশেষ করে পশতুনরা। তারা পাকিস্তানি সেনাবাহিনীর ক্রমাগত ক্রোধের সম্মুখীন হয়। যদিও পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, তারা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ দমন করে থাকে। তবে সীমান্ত পারাপারের ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি বাহিনী কর্তৃক বিনা প্ররোচনায় গুলি চালানোর অনেক নজির রয়েছে।
গত এক বছরের বেশি সময় ধরে, আফগানিস্তানের পাকতিকা, পাকতিয়া ও নাঙ্গারহার প্রদেশে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণ ও অন্যান্য বৈরী আচারণের জন্য ইসলামাবাদের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আসছে কাবুল। শুধু ২০২৩ সালে, পাকিস্তানি বাহিনী কর্তৃক আকাশসীমা লঙ্ঘন, গুলিবর্ষণ ও একতরফা সামরিক স্থাপনা নির্মাণের ১৫০টির বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে।
২০২৩ সালের আগস্টে পাকিস্তানি বিমান ও মানবহীন ড্রোনের মাধ্যমে আফগান আকাশসীমা বারবার লঙ্ঘন এবং ডুরান্ড লাইন বরাবর বারংবার গুলি চালানোর জন্য তীব্র প্রতিবাদ জানায় কাবুল। সম্প্রতি খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর ড্রোনের মাধ্যমে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা বেড়েছে। একই সময়ে কুনার ও খোস্ত প্রদেশের বিভিন্ন স্থানে আন্তঃসীমান্ত গুলিবর্ষণ বেড়েছে। এর আগে, ২০২৩ সালের জুনে খোস্ত প্রদেশের গুরবাজ জেলায় রাস্তা নির্মাণে নিয়োজিত আফগান শ্রমিকদের ওপর পাকিস্তানি বাহিনীর গুলি চালানোর প্রতিবাদ জানিয়েছিল আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানি বাহিনীর এমন নৃশংস কর্মকাণ্ডে তালেবানদের প্রতিরোধও দেখা গেছে। মাঝে মাঝে তারা ব্যাপক আকারে পাল্টা হামলাও চালিয়েছে। গত জুন মাসে ডুরান্ড লাইনকে একটি ‘ভুয়া সীমান্তরেখা’ বলে মন্তব্য করে এ সীমান্ত রেখা নিয়ে তার দেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন আফগান প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের ভেতেরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলা উপজাতি অঞ্চলে দেশটির ব্যর্থ নীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করা হয়। সম্প্রতি টিটিপি, বেলুচ বিদ্রোহী ও সাবেক উপজাতি অঞ্চলের ধর্মীয় জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে স্পষ্ট বোঝাপড়ারও ইঙ্গিত পাওয়া গেছে। ফলে টিটিপির কর্মকাণ্ড দমন এখন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর প্রধান লক্ষ্য হিসেবে আবির্ভূত হয়েছে। এ কাজের লক্ষ্যে সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করেছে পাকিস্তানি বাহিনী। বিশেষ করে ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে টিটিপি বেরিয়ে যাওয়ার পর থেকে। তবে নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীর ক্রমাগত হামলা থেকে বুঝা যায়, তাদের দমনে পাকিস্তানের কৌশল এখন পর্যন্ত অকার্যকর।
উপজাতি এলাকায় সমস্যা তৈরিতে জড়িত পাকিস্তান নিজেদের ভূমিকা অস্বীকার নিজেকে টিটিপির সন্ত্রাসবাদের ভিকটিম বলেই উপস্থাপন করে। ইসলামাবাদ দাবি, আল-কায়েদার কাছ থেকে মতাদর্শগত নির্দেশনা পেয়ে থাকে টিটিপি। আর একে আফগান-পাকিস্তান সীমান্তের পার্শ্ববর্তী পশতুন অঞ্চলে একটি ‘নিরাপদ আশ্রয়’ প্রদান করেছে।
উল্লেখ্য, পাকিস্তানের ভেতরে নিরপরাধ নাগরিকদের ওপর সহিংসতা দেশটির আফগান নীতির ওপর অসন্তোষ বাড়িয়ে তুলতে শুরু করেছে। ২০২৩ সালের আগস্টে দেশটির পররাষ্ট্রবিষয়ক ন্যাশনাল অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটির সভাপতি মহসিন দাওয়ার ডুরান্ড লাইন বিষয়ে তার দেশের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়, মহসিন দাওয়ার পাকিস্তানের আফগান নীতির বিষয়ে উল্লেখযোগ্য পরিমাণ সংসদীয় বিতর্ক ও জনসাধারণের আলোচনার অভাবের কথাও উল্লেখ করেন। সন্ত্রাসবাদের শিকার হিসেবে নিজেকে তুলে ধরার যে কৌশল ইসলামাবাদ গ্রহণ করে আসছে তা আন্তর্জাতিকভাবে উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আফগান-পাকিস্তান সীমান্ত এলাকায় বসবাসরত দেশটির নাগরিকদের কথা শোনা একটি ভালো শুরু হতে পারে।
সূত্র: আফগানিস্তান ডায়াসপোরা নেটওয়ার্ক