ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

১৬ই সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৬:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৬ অপরাহ্ন

mzamin

আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের পাঁচ বিভাগে এবার তারুণ্যের রোডমার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভোটাধিকার বঞ্চিত তরুণ ভোটারদের সরকার পতনের একদফার আন্দোলনে সম্পৃক্ত করতেই নতুন এই কর্মসূচি দিচ্ছে সংগঠন তিনটি। ইতিমধ্যে তারা এই রোডমার্চের একটি খসড়া তালিকা তৈরি করেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া- হবিগঞ্জ- মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর- নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনি-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ হবে।
এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status