রকমারি
শহরের রাস্তায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে পশুরাজ
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৬ অপরাহ্ন

করাচির ব্যস্ততম রাস্তা। সবাই যে যার কাজে ব্যস্ত। হঠাৎ পথচারীরা লক্ষ্য করলেন ফুটপাথের ওপর দিয়ে কে হেঁটে যাচ্ছে? যাকে দেখলেন তাকে দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় উপস্থিত জনতার। জনবহুল রাস্তায় দুলকি চালে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালদেহী সিংহ। শুরুতে খেয়াল করেননি কেউ। পরে দেখামাত্র নিরাপদ দূরত্বে সরে যান অনেকে।
পুলিশ জানিয়েছে, সিংহটিকে গাড়িতে করে করাচির ওই রাস্তা দিয়েই অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সেটি কোনওভাবে গাড়ির ভিতর থাকা খাঁচা থেকে বেরিয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সিংহটি করাচির ব্যস্ত রাস্তা শারা ফয়সালে গাড়ি এবং লোকেদের পাশ কাটিয়ে দিব্যি এগিয়ে চলেছে সামনের দিকে।
জিও নিউজ অনুসারে, সিংহটি একটি ভবনের পার্কিং এলাকায় প্রবেশ করে। বন দফতর কোনোমতে সিংহটিকে খাঁচার ভেতরে ঢুকিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। যদিও সিংহটি ছোট ছিলো তবুও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত জনতাকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়।
সূত্র : এনডিটিভি