ঢাকা, ৩১ মার্চ ২০২৫, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

সাকিবের ভাবনায় শুধুই জয়

স্পোর্টস রিপোর্টার
৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবারmzamin

একের পর এক ধাক্কা বাংলাদেশ শিবিরে। প্রথমে তামিম ইকবাল ছিটকে গেলেন। তাকে ছাড়াই ঘোষণা হলো এশিয়া কাপের স্কোয়াড। এরপর ইনজুরির কারণে বাদ পড়লেন পেসার ইবাদত হোসেন চৌধুরী। বিমানের ওঠার আগে লিটন দাসের জ্বর। শেষ পর্যন্ত তিনিও খেলতে পারছে না এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে। তারুণ্য নির্ভর একাদশ নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। লঙ্কান দলেও একই অবস্থা। যে কারণে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন লঙ্কার মাটিতে হলেও এখন দুই দেশের অবস্থা সমান। পরিস্থিতি যাই হোক  বাংলাদেশ অধিনায়কের ভাবানাতে জয় ছাড়া ভিন্ন কিছু নেই। আজ ক্যান্ডিতে পাল্লেকেলে স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। মাঠে নামার আগে সাকিব বলেন, ‘আমার মনে হয় দুই দল একই অবস্থায় আছে, মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। দু্‌ই দলেরই শক্তি ও দুর্বলতার জায়গা একই রকম। দুই দলের জন্যই সমান সুযোগ আছে।’  এ নিয়ে দ্বিতীয়বার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 

এর আগে এখানে প্রথম ও শেষবার ২০১৩  সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল টাইগাররা। ঐ ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিল লঙ্কানদের। ২০১১ সালের ৮ই মার্চ অভিষেকের পর পাল্লেকেলের এই মাঠে এখন পর্যন্ত ৬৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে স্বাগতিকরা। তবে সম্প্রতি অধিনায়ক সাকিব এই মাঠে লঙ্কান প্রিমিয়ার লীগে খেলে গেছেন। যে কারণে উইকেট নিয়ে তার ভালো ধারণা আছে। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওপেনিংয়ে। যদিও লিটনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। তবে আজ তাকে খেলানো হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। দলের এশিয়া কাপ পরিকল্পনায় না থাকায় কন্ডিশনিং ক্যাম্পেই ছিলেন না বিজয়। হুট করে কোনও অনুশীলন ছাড়াই তাকে মাঠে নামিয়ে দেওয়া হলে তিনি সফল হবেন সেটিও আশা করা কঠিন।

 তবে হঠাৎ করে বিজয় কেন দলে তা নিয়ে ম্যাচের আগে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন উইকেট কিপার নেই, এক্সট্রা উইকেট কিপার, তাই এইটা একটা বিষয়। লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে। আর যদি মুশফিক ভাইয়ের কিছু হয়, কনকাশন হতে পারে, ছোট-খাটো ইনজুরি হতে পারে।  দেখা যাচ্ছে ওইদিন উনি কিপিং করতে পারছেন না। যেহেতু এখন একটা রুলস আছে, সেকেন্ড উইকেট কিপার যদি ম্যাচে না খেলে সেও কিপিং করতে পারবে। তাই এইটা একটা অপশন। আমি মনে করি গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে নেওয়া।’  অন্যদিকে আজ ওপেনার হিসেবে নিশ্চিত ভাবে অভিষেক হতে যাচ্ছে তরুণ তানজিদ হাসান তামিমের।

 তবে তার সঙ্গে থাকবেন নাইম শেখ নাকি বিজয় সেটি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও লিটন না থাকায় সাকিব আল হাসান নিজেকে ব্যাটিং-অর্ডারে উপরে তুলে আনাতে পারেন এমনটাই ধারণা করা হচ্ছে। এ সম্ভাবনা নিয়ে টাইগার অধিনায়ক অবশ্য কোনও কিছু জানাতে রাজি হননি। তিনি বলেন, ‘এখন আসলে যদি পরিকল্পনা থাকেও সেটা আমি আপনাকে বলতে পারবো না। এটা হচ্ছে কথা। কিন্তু অবশ্যই আমাদের কিছু পরিকল্পনা আছে। ব্যাক আপ প্লেয়ার যারা আছে, তাদের চেষ্টা করার একটা সুযোগ। নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার।’ এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। তবে একবারও ভাগ্যে জোটেনি শিরোপা। যদিও অধিনায়ক বিশ্বাস করে দলে যারা আছেন তারা নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিতে পারলে শিরোপা জয়ও সম্ভব। তবে তার লক্ষ্য একটি করে ম্যাচ জিতেই এগিয়ে যেতে চান তিনি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status