ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ভুল তথ্য প্রদানের জন্য সোমালিয়ায় নিষিদ্ধ টিকটক ও টেলিগ্রাম

মানবজমিন ডিজিটাল

(৮ মাস আগে) ২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ২:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৫ পূর্বাহ্ন

mzamin

ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, মেসেজিং অ্যাপ টেলিগ্রাম এবং অনলাইন বেটিং ওয়েবসাইট 1XBet নিষিদ্ধ করেছে সোমালিয়া সরকার। দেশের যোগাযোগ মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন -''অশ্লীল বিষয়বস্তু এবং প্রচারণার বিস্তার সীমিত করতে এই পদক্ষেপ। ''আদেশটি মেনে চলার জন্য ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের ২৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। মন্ত্রী জামা হাসান খলিফ বলেন, 'সন্ত্রাসী এবং অনৈতিক গোষ্ঠীগুলি ক্রমাগত ভয়ংকর চিত্র এবং জনসাধারণের কাছে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য টিকটক ও  টেলিগ্রামকে ব্যবহার করে বলে অভিযোগ তুলে ইন্টারনেট কোম্পানিগুলিকে অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করার নির্দেশ দেন। সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা প্রায়ই টিকটক এবং টেলিগ্রামে তাদের কার্যকলাপ সম্পর্কে পোস্ট করে।সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ আল-শাবাবের বিরুদ্ধে একটি সামরিক অভিযানের লক্ষ্য হিসেবে আগামী পাঁচ মাসের মধ্যে আল-কায়েদা সম্পর্কিত গোষ্ঠীকে নির্মূল করার কথা ঘোষণা করার  কয়েকদিন পর এই সিদ্ধান্ত সামনে আসে। টিকটক এই সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে, তারা  বলেছে যে এই  নিষেধাজ্ঞা সম্পর্কে অফিসিয়াল যোগাযোগের জন্য অপেক্ষা করছে। টেলিগ্রাম একটি বিবৃতিতে বলেছে যে তারা   বিশ্বব্যাপী সমস্ত সন্ত্রাসমূলক বিষয়বস্তু  সবসময় অপসারণ করতে থাকে ।

  সোমালিয়ায় বেশ কিছু টিকটক ব্যবহারকারী যারা ভিডিও পোস্ট করে বা প্ল্যাটফর্মে তাদের ভিডিও  প্রচার করে অর্থ উপার্জন করেন তারা এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। আব্দুলকাদির আলী মোহাম্মদ, যিনি নিজেকে সোমালিয়ার "টিকটক প্রেসিডেন্ট" বলে উল্লেখ  করেছেন, এক বিবৃতিতে জানান -''টিকটকের উপর নিষেধাজ্ঞার ফলে অনেক বাড়ির আলো নিভে যাবে। অনেকে উপার্জনের জন্য এই অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করে। ''হালিমো হাসান, যিনি টিকটকে সোনা বিক্রি করেন, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই পদক্ষেপের ফলে অনেক  গ্রাহক হারাবেন।

বিজ্ঞাপন
হাসান বলেন, "আমি সরকারকে জনসাধারণের জন্য টিকটক ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি,   সোমালিয়ার সাংস্কৃতিক প্রেক্ষাপটে এটি কীভাবে ব্যবহার করা হবে তা সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে ।"বেটিং সাইট 1XBet সোমালিয়ায় জনপ্রিয়, বিশেষ করে ফুটবল ম্যাচের বেটিংয়ের  জন্য। চীন সরকারের সাথে কথিত সম্পর্কের কারণে টিকটককে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্য মে মাসে প্রথম অ্যাপটি নিষিদ্ধ করে।

সূত্র :  আলজাজিরা

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status