ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

শরীর ও মন

শরীরের চর্বি বা মেদ দূর করার শল্য চিকিৎসা লাইপোসাকশন পদ্ধতি

অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার

শরীরের নির্দিষ্ট অংশ থেকে চর্বি দূর করা হয় লাইপোসাকশন পদ্ধতিতে। শরীরের নির্দিষ্ট অংশ যেমনÑপেট, নিতম্ব, ঊরু, হাত, ঘাড়সহ বিভিন্ন জায়গায় জমা হওয়া অতিরিক্ত চর্বি অপসারণ এখন আমাদের দেশেই সম্ভব। শরীরের নির্দিষ্ট জায়গার চর্বি দূর করে শরীরকে সুন্দর আকৃতি দিতে হলে একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে। সেটি হলো লাইপোসাকশন। সার্জারি হলেও এতে কোনো কাটাছেঁড়া নেই। শুধু ছিদ্র করে মেশিনের সাহায্যে চর্বি টেনে বের করা হয়। অতিরিক্ত চর্বি শরীর থেকে শুষে নেয়ার সার্জারিকেই লাইপোসাকশন বলে। শরীরের বাড়তি ওজন বা মেদ কমাতে লাইপোসাকশন হলো অন্যতম চিকিৎসা।
কারা এটি করাতে পারে-
ডায়েট বা ব্যায়ামে শরীরের যেসব স্থানের চর্বি সাড়া দেয় না, মূলত সেই সব অঙ্গের জন্য লাইপোসাকশন করা হয়ে থাকে। যারা এই সার্জারির জন্য উপযুক্ত তারা হচ্ছেন-
*  যাদের শরীরের নির্দিষ্ট স্থানে অস্বাভাবিক চর্বি জমা হয়েছে।
* যেসব পুরুষ গাইনোকোমাস্টিয়ায় আক্রান্ত বা যেসব পুরুষের স্তন বড় হয়ে গেছে।
*  যারা স্তনের অতিরিক্ত ঝুলে পড়া ভাব টান টান করতে চান।
* ডায়েট বা এক্সারসাইজ করে শরীরের নির্দিষ্ট স্থানের চর্বি যাদের কমছে না।
* প্রসবের পর যারা আগের ফিগার ফিরিয়ে আনতে চান।
কাদের জন্য নিষেধ
আপনার লাইপোসাকশন করা উচিত কিনা, তা জানতে হলে অবশ্যই আগে চিকিৎসকের সঙ্গে আলাপ করে নিতে হবে। তবে কিছু বিষয় আছে, যেগুলো থাকলে চিকিৎসকেরা নিষেধ করে থাকেন এই সার্জারি নিতে।
*  যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে।
* যাদের মারাত্মক হার্টের সমস্যা আছে।
* বয়স ১৮ বা তারচেয়ে কম বয়সী যে কেউ।
*  গর্ভবতী নারী
*  রক্তপাতের রোগ আছে এমন কেউ।

লেখক: চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ (সাবেক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা। প্রয়োজনে: ০১৭১১-৪৪০৫৫৮

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status