রকমারি
জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়লো 'তারার মৃত্যু'
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৩, রবিবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন

মহাকাশের দূরবর্তী নক্ষত্রের জীবনকালের শেষ পর্যায়ের অত্যাশ্চর্য চিত্রগুলি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়লো। জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল দ্বারা প্রকাশিত স্ন্যাপশটগুলিতে দেখা গেছে রিং নেবুলা নামক উজ্জ্বল গ্যাসের ডোনাট-আকৃতির কাঠামো , যা আকাশের একটি সুপরিচিত বস্তু। পৃথিবী থেকে প্রায় ২,৬০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে নেবুলার ছবি। দেখা যাচ্ছে তারাদের বাইরের স্তর থেকে বেরিয়ে আসছে গ্যাস। আর তা থেকে জমছে গ্যাসের আস্তরণ। যখন একটি মৃত নক্ষত্র থেকে মহাকাশে তার উপাদানগুলি বিস্ফোরিত হয় তখন উজ্জ্বল রঙিন বলয় তৈরি করে, যাকে নেবুলা বলে। বিস্ফোরণের পর বুদবুদগুলি প্রসারিত হয়ে জটিল, বিচ্ছিন্ন মেঘ তৈরি করে। ওই গ্যাসের স্তরের কেন্দ্রের ‘শ্বেত বামন’, নক্ষত্রের শেষ অবস্থা। এখন থেকে বিলিয়ন বছর পর সূর্যের জন্য অনুরূপ ভাগ্য অপেক্ষা করছে।
টেলিস্কোপের কাছাকাছি ইনফ্রারেড ক্যামেরা (নিরকাম) থেকে উচ্চ-রেজোলিউশনের ছবিগুলি কেবল নেবুলার প্রসারিত শেলের কাঠামোই নয়, এর অভ্যন্তরীণ অঞ্চলটিও দেখায় যার আকার একটা গ্রহের মতো ।
সূত্র : দা গার্ডিয়ান
পাঠকের মতামত
It has been stated in the Holy Quran about death of the Sun. So, we should prepare for the Hashor.
মানুষের পক্ষেই সম্ভব। মহান আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান ও চেষ্টা দিয়ে মানুষ অনেক কিছুই জয় করেছে, কল্পনাকে বস্তব করেছে। মানুষই পারে।
ছাব্বিশ হাজার আলোক বর্ষ দুরে অর্থাৎ আলোর গতি@সেকেন্ডে১৮৬০০০ মাইল বেগে গেলে ( মানুষের পক্ষে যা সম্ভব নয়) যে পথ অতিক্রম করা যাবে। মগজ বিভ্রমকারী ভাবনা !