রাজনীতি
ঢাবিতে নুরের ওপর ফের ছাত্রলীগের হামলা
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২ আগস্ট ২০২৩, বুধবার, ৫:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকার পরিষদের মিছিলে এই হামলার ঘটনা ঘটে। বুধবার বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে টিএসসি’র দিকে যাচ্ছিলেন ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থানে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকারের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালান।

এসময় তাকে কিল ঘুষি এবং লাথি মারতে দেখা যায়। এক পর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
৬
ছাত্রদলকে উদ্দেশ্য করে শিবির সভাপতি/ উদারতাকে দুর্বলতা ভাববেন না
৭