দেশ বিদেশ
সাংবাদিকদের আয়কর সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত হয়নি
স্টাফ রিপোর্টার
২৫ জুলাই ২০২৩, মঙ্গলবারসাংবাদিক ও কর্মচারীদের নবম ওয়েজ বোর্ডে গ্র্যাচুইটি ও আয়কর সংক্রান্ত মন্ত্রিসভার সুপারিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ২৮শে আগস্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করে এ আদেশ দিয়েছেন চেম্বার কোর্ট। গতকাল চেম্বার জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম উভয়পক্ষের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে ছিলেন আইনজীবী সিনিয়র এডভোকেট ড. কাজী আকতার হামিদ। তার সঙ্গে ছিলেন দিদারুল আলম দিদার। পরে এডভোকেট ড. কাজী আকতার হামিদ গণমাধ্যমকে জানান, সাংবাদিক ও সংবাদকর্মীদের আয়কর ও আনুতোষিক সংক্রান্ত দু’টি সুপারিশের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছর ৬ই নভেম্বর রায় দেয় হাইকোর্ট। ফলে সাংবাদিক ও কর্মচারীদের আয়কর আগের মতোই কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত রোববার একটি আবেদন দাখিল করেছেন। তারা আবেদনে হাইকোর্টের রায়টি স্থগিত চেয়েছেন। আমরা আদালতকে বলেছি, সাংবাদিক ও সংবাদকর্মীদের আয়কর ও আনুতোষিক বিষয়ে ইতিপূর্বে আপিল বিভাগের রায় রয়েছে। শুনানি নিয়ে চেম্বার কোর্ট গতকাল হাইকোর্টের রায় স্থগিত করেননি। তবে বিষয়টি আগামী ২৮শে আগস্ট আপিল বিভাগের শুনানির জন্য থাকবে বলে আদেশ দিয়েছেন।