রকমারি
১ মিনিটে ১০ কৌশল দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়লো গরু
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ২৬ জুন ২০২৩, সোমবার, ১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

প্রশিক্ষিত প্রাণীরা অনেক সময় নানা রকম কৌশল দেখিয়ে থাকে। আমরা সবাই বিভিন্ন পারফরম্যান্সে তাদের প্রত্যক্ষ করেছি। কুকুর, বিড়াল, এমনকি বাঘ, সিংহর মতো হিংস্র প্রাণীরাও অনেক শোতে হাজির হয়েছে। তবে একটি গরু যে কাজ করে দেখিয়েছে তা সত্যিই বিরল। এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছে সে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা থেকে মেগান রেইম্যানের মালিকানাধীন চার বছর বয়সী চারোলাইস গরু এক মিনিটে ১০ রকমের ভেলকি দেখিয়ে নতুন রেকর্ড গড়েছে। রেইম্যানের পোষ্য গরুটির নাম রেখেছেন ঘোস্ট। তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে সে। মালকিনকে চুমু খাওয়া থেকে শুরু করে রেইম্যানের ইশারায় এগিয়ে আসা, বেল স্পর্শ করা থেকে মাথা নাড়ানো গরুর নিয়মানুবর্তিতা অবাক করেছে অনেককেই।
মেগানের মতে, ঘোস্ট বিভিন্ন রঙের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখে। এমনকী ঘাড় ঘুরিয়ে ব্যায়ামও করেছে এই গরু। মেগান বলছেন আমি যখন ঘোস্টকে প্রথম দেখেছিলেম তখনি বুঝেছিলাম সে বেশ স্পেশাল। মেগান ঘোড়াদের প্রশিক্ষণ শিবির চালায় এবং পরে সে তার পছন্দের গরুর ওপর তার পদ্ধতি প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। ঘোস্টের কাণ্ড দেখতে রেইম্যানের ফার্ম হাউসে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রাও। নিজ গুণেই বিশ্ব রেকর্ড গড়েছে এই গরু।
সূত্র : এনডিটিভি