ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আন্দোলনে ধানমন্ডি আইডিয়ালের শিক্ষক-শিক্ষার্থীরা, অধ্যক্ষের অপসারণ দাবি

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ জুন ২০২২, শনিবার, ১:৪৩ অপরাহ্ন

mzamin

রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ভুয়া পিএইচডি ডিগ্রি, অর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করে নিম্নমানের ড্রেস ক্রয়সহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

আজ শনিবার কলেজ থেকে বের হয়ে শিক্ষা ও শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এর আগে গত শুক্রবার অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ এবং দুই শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী ও তরুণ কুমার গাঙ্গুলীকে অবাঞ্ছিত ঘোষণা করেন অন্য শিক্ষকরা। শিক্ষকরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে করে অ্যাকডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোবাশ্বের হোসেন শিক্ষকদের পক্ষে বলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, অধ্যক্ষ জসিম উদ্দীন মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী এবং বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলীসহ কতিপয় শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠানের মতো পরিচালনা করছেন। তারা বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মচারীদের নানাভাবে ভয়ভীতি, অবজ্ঞা, কারণ দর্শানো নোটিশ দেওয়া, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুমকি দিয়েছেন।

এছাড়াও ২০২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তির সময় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এই শিক্ষক।

এদিকে গত ১৭ই মে রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের অধ্যক্ষ এবং অন্য দুই শিক্ষকের পিএইচডি ডিগ্রির ভুয়া সনদের প্রাথমিক সত্যতা পেয়ে অধ্যক্ষসহ অভিযুক্ত ও কলেজ গভর্নিং বডির কাছে ব্যাখ্যা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের ড্রেস কেনা-কাটায় অর্থ আদায়, বিভিন্ন আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়। আদেশে পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। করোনাকালের দুই বছরে কলেজের ১১ কোটি টাকার সঞ্চয়পত্র ভাঙানোর কথাও অধ্যক্ষসহ সব শিক্ষক স্বীকার করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status