ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

প্রথম চার ঘণ্টায় ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৮ মে ২০২৪, বুধবার, ২:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

mzamin

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার বেলা ১টায় ইসি সচিব জাহাংগীর আলম এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ১৩৯টি উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। জেলা প্রশাসন ও মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে একেক উপজেলায় ভোট প্রদানের হার একেক রকম। ফলে দুপুর ১২টা পর্যন্ত গড়ে কত শতাংশ ভোট পড়েছে তা জানানো সম্ভব না হলেও, তথ্য বিশ্লেষণে দেখা গেছে অঞ্চলভিত্তিক ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।

দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ইসির প্রত্যাশার চেয়ে কিছুটা কম জানিয়ে জাহাংগীর আলম বলেন, অনেক জায়গায় সকালে বৃষ্টি হয়েছে, চরাঞ্চলে গত রাতে ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফলে ভোটার উপস্থিতি সকালে কম ছিল। বাংলাদেশের নির্বাচনগুলোতে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়ে। আশাকরি ভোটগ্রহণের হার বাড়বে।

ভোটে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোন ঘটনা ঘটেনি বলে জানান ইসি সচিব। তিনি বলেন, বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ভোট কেন্দ্রের বাইরে গন্ডোগোলের ঘটনায় ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া বগুড়া জেলার একটি ভোট কেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানের সহায়তা করার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।

বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ইসি সচিবের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মাদারীপুর ও মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোট কেন্দ্রের বাইরে গন্ডোগলের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
তবে তা ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি করতে পারেনি। আমরা ভোটকেন্দ্র ও ভোট কেন্দ্রের বাইরে ৪০০ গজের মধ্যে ঘটনা ঘটলে তা পেয়ে থাকি।
 

পাঠকের মতামত

কোনো অসুবিধা নাই, আমাদের মাননীয় সিইসি লাঞ্চ- এর আগে বলবেন ১৫ পার্সেন্ট ভোট পড়েছে, লাঞ্চ খেয়ে ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে জেগে ওঠে বিকেল ৫- ঠায় বলবেন ৬০ থেকে ৭০ পার্সেন্ট ভোট পড়েছে!!

Foyez Chowdhury
৮ মে ২০২৪, বুধবার, ৩:৫৪ অপরাহ্ন

কি বলেন!এলাকার লোকেরা বলছে ৩% এর কম

MR-JAI.
৮ মে ২০২৪, বুধবার, ৩:৪২ অপরাহ্ন

বাংলাদেশের নির্বাচনগুলোতে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়ে... ফাইজলামির একটা লিমিট থাকা দরকার....

babul
৮ মে ২০২৪, বুধবার, ৩:৪০ অপরাহ্ন

সমস্যা নেই। একটু গুম (ঘুম) দেন। পাঁচটার পরে দেখবেন ৪৫% হয়ে গেছে।

Iqbal
৮ মে ২০২৪, বুধবার, ২:০৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status