দেশ বিদেশ
আশরাফিয়া কনফারেন্স অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১১ জুন ২০২৩, রবিবার, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন

ইসলামের সঠিক পথ অনুসরণ করে শান্তির বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন আনজুমান-এ-আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের কেন্দ্রীয় আশরাফির সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফি আল জিলানী।
তিনি বলেন, ‘সৎকর্ম খেদমতে খালক ও সঠিক আকিদা প্রচারের মাধ্যমে উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে হবে। বিভ্রান্ত মতবাদীর খপ্পর থেকে রক্ষা করতে ইসলামের সঠিক পথ অনুসরণ করতে হবে। মহান এ কর্মযজ্ঞে নেতৃত্ব দেবে বাংলাদেশের আশরাফিয়া ত্বরিক্বতের অনুসারীরা।’
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় ট্রাস্টের ব্যবস্থাপনায় জেলা প্রতিনিধির সমন্বয়ে অনুষ্ঠিত আশরাফি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন খলিফায়ে ক্বায়েদে মিল্লাত ড. সুরায়েত রহমান রক্তিম আশরাফি। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ নিয়াজুর রহমান কলিম আশরাফি, নিজামুদ্দিন আশরাফি, মাওলানা শাহরিয়ার আশরাফি, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী আশরাফি, মুহাম্মদ রফিক আশরাফি, মুহাম্মদ ফারুক আশরাফি, ডাক্তার গোলাম গাউস আশরাফি, হাফেজ শওকত খান আশরাফি, মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি, বীর মুক্তিযোদ্ধা সোহরাব, মাওলানা গোলাম কাদির হীরা আশরাফি প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাহবুবুল আলম আশরাফি। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সৈয়দ মুনিরুল ইসলাম আশরাফি।