দেশ বিদেশ
সিলেটে মতবিনিময়
আচরণবিধি ভঙ্গ করলেই প্রার্থিতা বাতিল: সিইসি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১১ জুন ২০২৩, রবিবারসিলেট সিটি করপোরেশনের নির্বাচনে অস্ত্রের মহড়ার বিষয়টি উঠে আসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের গতকালের মতবিনিময় সভায়। এতে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন এই প্রসঙ্গ তুললে সিইসি জানিয়ে দেন- ‘আপনারা এমন কিছু করবেন না যাতে প্রার্থিতা বাতিল হয়। আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল। সিলেটের এ বিষয়টি আমরা দেখছি।’ গতকাল গ্যাস অডিটোরিয়ামে সিলেট সিটি নির্বাচনের ৭ জন মেয়র ও ৩৬০ জন কাউন্সিলর প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেটের প্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন সিইসি। পরে তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি আইন মেনে চলতে সবাইকে আহ্বান জানান। জানান, ‘সুষ্ঠু নির্বাচন কেবল কমিশন করতে পারে না। এতে প্রার্থীদের আন্তরিক সহযোগিতা লাগে। আপনারা সহযোগিতা করলে আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।’
সিইসি বলেন, ‘ইভিএমে কোনো ভূত-প্রেত নেই। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি সকল বিচার বিশ্লেষণ করে কিছু পাওয়া যায়নি। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজেই এর দায়ভার নিবো। তাই আপনারা সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কোনো বিলম্ব করবেন না। পর্যবেক্ষণ করবো। কোনো ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন তাহলে আপনারা চিৎকার করে দিবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নিবো।’ কয়েকজন কাউন্সিলের পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এত নিষ্ঠুর হতে পারবো না। এটা নিয়ে আইন আছে। পুলিশ চাইলে পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলতে পারে। আর এটা একটা বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জিনিসটা করা যাবে না। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরিফ, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। এ ছাড়া সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মেয়র প্রার্থী আব্দুল হাফিন কুটু, ছালাহউদ্দিন রিমনসহ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল প্রার্থীরা বক্তব্য রাখেন। নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সিইসি বলেন, আমরা ঢাকায় বসে সিসিটিভির মাধ্যমে সিলেট সিটি নির্বাচনের সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। কোনো ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন তাহলে আপনারা চিৎকার দেবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নেবো। আচরণবিধি মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে সিইিসি বলেন, অদৃশ্য খরচ অনেকেই করে থাকেন, সেটা আমরা বুঝি। কিন্তু তথ্য প্রমাণ না থাকায় আমরা ব্যবস্থা নিতে পারি না। আপনারা যথাযত প্রমাণ দিতে পারলে আমরা সেভাবেই ব্যবস্থা নেবো।