দেশ বিদেশ
শাহ্জালালে ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
১১ জুন ২০২৩, রবিবারহযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮শ’ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সালমে লালরামধারী। গত শুক্রবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা কোকেনের বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক নাজমা জ্যাবিন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাতারের দোহা থেকে ঢাকায় আসা ভারতীয় যাত্রী সালমে লালরামধারীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহনের বিষয়টি অস্বীকার করে। পরে যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। তখন তার বহন করা নেভি ব্লু রঙের ট্রলিব্যাগ স্ক্যানিং ও যাত্রীর দেহ তল্লাশি করা হয়। স্ক্যানে যাত্রীর ট্রলিব্যাগে মাদক পাওয়া যায়। এরপর ট্রলিব্যাগ থেকে কৌশলে লুকায়িত অবস্থায় ১ হাজার ৮শ’ গ্রাম কোকেন মাদক পাওয়া যায়। নাজমা জ্যাবিন বলেন, জব্দ মাদক জাতীয় পণ্য ড্রাগ কিট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে কোকেন হিসেবে চিহ্নিত করেন। যার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।