বাংলারজমিন
মৌলভীবাজারে অ্যাক্রোবেটিক প্রদর্শনী
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ জুন ২০২৩, শুক্রবারমৌলভীবাজারে নান্দনিক ও জমকালো পরিবেশনায় অ্যাক্রোবেটিক দলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির অ্যাক্রোবেটিক নৈপুণ্যতা প্রদর্শন করা হয়।