বাংলারজমিন
মৌলভীবাজারে কলেজছাত্রীকে ইভটিজিং’র অভিযোগে জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ জুন ২০২৩, শুক্রবারমৌলভীবাজার সরকারি কলেজ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ২ যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকালে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণ এলাকায় ইভটিজিং’র ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা গণমাধ্যমকর্মীদের জানান, ওই কলেজছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল কলেজের ২ যুবক। এমন অভিযোগ শিক্ষদের কাছে করলে তাদেরকে কলেজে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেনাল কোড-১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। অভিযুক্তরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার কুইসার গ্রামের জাহান মিয়ার ছেলে রাহিম মোহাম্মদ ফাহিম (১৮) ও শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামের মো. আইন উল্লাহর ছেলে মো. ইমরান (১৮)। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]