ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

ময়মনসিংহে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

(১০ মাস আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৩:৩৯ অপরাহ্ন

mzamin

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনার ফলশ্রুতিতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। কুইক রেন্টাল থেকে আদানি, সর্বত্রই লুটপাট আর দুর্নীতি- একথা উল্লেখ করে তিনি বলেন, এর মাশুল এখন জনগণকে দিতে হচ্ছে। জনগণ সরকারের ব্যর্থতা ও দুর্নীতির দায় নেবে না। আজ দুপুরে তিনি ময়মনসিংহ নগরীর বাতির কল মোড়ে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

বিএনপি ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার নেতারা কর্মী সমর্থকদের নিয়ে বেলা সাড়ে ১১টায় নগরীর হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বিদ্যুৎ ভবনের উদ্দেশ্যে রওনা দিলে বাতির কল মোড়ে পুলিশ মিছিলকারীদের গতি রোধ করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

পরে বিএনপি নেতারা হেঁটে বিদ্যুৎ ভবনে যান এবং নির্বাহী প্রকৌশলীর কাছে উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে কমিটির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে কমিটির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন পৃথক পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেন। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status