রাজনীতি
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রু’র সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গুলশানস্থ হাইকমিশনে বৈঠকে বসেন বিএনপি প্রতিনিধি দল। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সূত্র জানায়, আজ দুপুর ২টা ১০ মিনিটের দিকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কার্যালয়ে প্রবেশ করে বিএনপি প্রতিনিধি দল।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কিছুদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। বিএনপি নেতারাও একাধিকবার মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন।