খেলা
বিদায়ী ম্যাচেও রিয়ালের ত্রাতা বেনজেমা
স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৩, মঙ্গলবার
রিয়াল মাদ্রিদের হয়ে এটি ছিল করিম বেনজেমার শেষ ম্যাচ। আর বিদায়ী ম্যাচেও বল পায়ে আলো ছড়ালেন এ ফরাসি স্ট্রাইকার। রোববার স্প্যানিশ লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। বেনজেমার গোলেই হার এড়ায় মাদ্রিদিস্তারা। এই ম্যাচ দিয়ে বিদায় নেন মার্কো আসেনসিও ও এডেন হ্যাজার্ডও! ম্যাচে রিয়ালের বারপোস্টে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়াও। পুরো ম্যাচে অবিশ্বাস্য সব সেভ করেন এই বেলজিয়ান গোলরক্ষক। ৩৮ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লীগ শেষ করলো কার্লো আনচেলোত্তির দল। অন্যদিকে শেষটায় বিমর্ষ শিরোপাজয়ী বার্সেলোনা। রোববার লা লিগার শেষ ম্যাচে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সেল্টা ভিগো। ৩৮ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আসর শেষ করলো বার্সেলোনা।
এদিন নিজেদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে বিরতি থেকে ফিরেই গোল হজম করে রিয়াল।