দেশ বিদেশ
পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার কালীরহাট সীমান্ত মেইন পিলার ৮৫৭’র কাছে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ্ জামালের ছেলে। জানা গেছে, সোমবার ভোরের দিকে ইউসুফ আলীসহ ১০-১২ জনের একটি দল সীমান্ত এলাকায় যায়। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন মীররাপা ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ মারা যান ইউসুফ আলী। এ সময় তার সঙ্গে সাথীরা পালিয়ে আসে।
পরে বিএসএফ’র পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে যায়। পাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রধান বলেন, বাংলাদেশি যুবকের লাশ ভারতীয় অংশে পড়ে থাকার কথা শুনেছি। পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে ৬১-বিজিবি’র তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, তাদের সঙ্গে যোগাযোগ চলমান আছে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই
মুরগির কাছে আর্জি/ দয়া করে বড় বড় ডিম পাড়ো

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]