ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মেয়র তাপসের আদালত অবমাননার আবেদন ১৪ই আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি

স্টাফ রিপোর্টার
৬ জুন ২০২৩, মঙ্গলবার

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে  দিয়েছে চেম্বার জজ আদালত। আগামী ১৪ই আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট মহসিন  রশিদ। 

বেলা সাড়ে ৩টার দিকে চেম্বার বিচারপতির আদালতে আবেদন উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মহসিন রশীদ। শুনানিতে তিনি আদালতকে বলেন, এটা খুবই দুঃখজনক। আদালত অবমাননার আবেদন। আমরা চাচ্ছি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে দেবেন। তখন আদালত বলেন, কোর্টের রায় নিয়ে নানা লোকে না কথা বলে। রায় পক্ষে গেলে এক রকম, বিপক্ষে গেলে অন্যরকম কথা বলে। একটি রায় নিয়ে প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এমন ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন
জবাবে আইনজীবী মহসিন রশীদ বলেন, এ ধরনের আদালত অবমাননার অভিযোগ আমলে নেয়া উচিত। এরপর আদালত মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১৪ই আগস্ট দিন ধার্য করেন।

শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব। অপরদিকে তাপসের পক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি এডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলাল।
শুনানি শুরুর আগেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের উপস্থিতি ছিল কানান কানায় পূর্ণ। এমনকি এজলাসের বাইরে বারান্দায় দুই দলের বহু আইনজীবী উপস্থিত ছিলেন। সবার জানার আগ্রহ ছিলে কি আদেশ দেবেন আদালত। চেম্বার আদালতের আদেশের আগে ও পরে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনে মেয়র তাপসের পক্ষে সমাবেশ করেন।

এর আগে রোববার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট  শাহ আহমেদ বাদল। পিটিশনে মেয়র তাপসকে আদালতে সশরীরে তলব করার নির্দেশনা চাওয়া হয়। কেন তাকে শাস্তি দেয়া হবে না- এই মর্মে নোটিশ জারির নির্দেশনাও  চাওয়া হয়। 

গত ২৪শে মে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দেয়া বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত দু’টি প্রতিবেদন নজরে এনে সুপ্রিম কোর্টে ব্যবস্থা গ্রহণের দাবি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status