বিশ্বজমিন
বিয়ের পরদিনই হার্টঅ্যাটাকে নবদম্পতির মৃত্যু
মানবজমিন ডেস্ক
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪০ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশে বিয়ের পরের দিনই হার্টঅ্যাটাকে মারা গেছেন নববিবাহিত এক দম্পতি। গত বৃহস্পতিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘর থেকে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে ২৪ বছর বয়স্ক বয়সী প্রতাপ যাদব বিয়ে করেন ২২ বছর বয়সী পুষ্প যাদবকে। তাদের বাড়ি উত্তর প্রদেশের বাহরাইচে।
বুধবার রাতভর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর তারা একসঙ্গে ঘুমাতে যান। পরেরদিন সকালে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাদের। কি কারণে তারা মারা গেলেন তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিমকে ডেকে নেয়া হয়।
বলরামপুরের পুলিশ সুপার প্রশান্ত বর্মা বলেছেন, ময়না তদন্ত রিপোর্টে দেখা গেছে তারা হার্টঅ্যাটাকে মারা গেছেন। তবে তাদের হার্টের কোনো সমস্যার ইতিহাস ছিল না। তাদের ঘরে অন্য কোনো ব্যক্তির প্রবেশের তথ্যপ্রমাণ নেই। তাদের শরীরেও কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
কায়সারগঞ্জ পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ রাজনাথ সিং বলেছেন, ময়না তদন্ত রিপোর্টে দেখা হয়েছে তারা হার্টঅ্যাটাকে মারা গেছেন এবং তা ঘটেছে একই সময়ে।
পাঠকের মতামত
May be both of them have been taken sex pills, and that is the reason for their heart attack...☹
মিথ্যা বানোয়াট পুলিশের কারসাজি
শামস ভাই, আপনার মন্তব্য টাই আমি করতে এসেছিলাম। ধন্যবাদ ভাই
পোস্টমর্টেম করলে হয়তো মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে। তবে মনেহয়, হয়তো দুজনেই যৌন উত্তেজক কোন বড়ি খেয়েছিল। যার কারনে তাদের এই করুন মৃত্যু।
বিশ্বাসযোগ্য নয়।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]