বিশ্বজমিন
বিয়ের পরদিনই হার্টঅ্যাটাকে নবদম্পতির মৃত্যু
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪০ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশে বিয়ের পরের দিনই হার্টঅ্যাটাকে মারা গেছেন নববিবাহিত এক দম্পতি। গত বৃহস্পতিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘর থেকে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে ২৪ বছর বয়স্ক বয়সী প্রতাপ যাদব বিয়ে করেন ২২ বছর বয়সী পুষ্প যাদবকে। তাদের বাড়ি উত্তর প্রদেশের বাহরাইচে।
বুধবার রাতভর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর তারা একসঙ্গে ঘুমাতে যান। পরেরদিন সকালে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাদের। কি কারণে তারা মারা গেলেন তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিমকে ডেকে নেয়া হয়।
বলরামপুরের পুলিশ সুপার প্রশান্ত বর্মা বলেছেন, ময়না তদন্ত রিপোর্টে দেখা গেছে তারা হার্টঅ্যাটাকে মারা গেছেন। তবে তাদের হার্টের কোনো সমস্যার ইতিহাস ছিল না। তাদের ঘরে অন্য কোনো ব্যক্তির প্রবেশের তথ্যপ্রমাণ নেই। তাদের শরীরেও কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
কায়সারগঞ্জ পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ রাজনাথ সিং বলেছেন, ময়না তদন্ত রিপোর্টে দেখা হয়েছে তারা হার্টঅ্যাটাকে মারা গেছেন এবং তা ঘটেছে একই সময়ে।