বিশ্বজমিন
আফগানিস্তানে মেয়েদের স্কুলে বিষ প্রয়োগ, হাসপাতালে ৮০ ছাত্রী
মানবজমিন ডেস্ক
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন

আফগানিস্তানে স্কুল ছাত্রীদের ওপর বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ স্কুল ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফগানিস্তানে সার এ পুল প্রদেশের দু’টি স্কুলে। এরমধ্যে অসুস্থ ৬০ জনই নাশয়ানে কাবুদ স্কুলের এবং বাকি ১৭ জন নওশান-ই ফৈজাবাদ স্কুলের শিক্ষার্থী। এ খবর দিয়েছে গালফ টুডে।
খবরে জানানো হয়, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীদের শিক্ষা ও চাকরির ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনার অনুমোদন রয়েছে। এরমধ্যেও তাদেরকে টার্গেট করে এ ধরণের হিংসাত্মক আক্রমণ চালানো হচ্ছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তালেবান।
এর আগে প্রতিবেশী ইরানে মেয়েদের স্কুলে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছিল। এতে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এবার আফগানিস্তানেও একই ঘটনা ঘটলো।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]