রাজনীতি
জামায়াত বিক্ষোভ করবে না আজ, ছুটির দিনে চাইবে অনুমতি
অনলাইন ডেস্ক
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

পূর্বঘোষণা অনুযায়ী আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী। সংঘাত এড়াতে কর্মসূচি পালন করবে না দলটি। ছুটির দিনে কর্মসূচি পালনের জন্য প্রশাসনের কাছে ফের অনুমতি চাইবে তারা। দলটির দায়িত্বশীল একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।
দলটির একজন কেন্দ্রীয় নেতা জানান, জামায়াত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দল। তাই সংঘাত এড়াতে কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন যেহেতু বলেছে কর্মদিবসে নয়, ছুটির হলে তারা অনুমতি দেবে। তাই আমরা আজকে কর্মসূচি থেকে বিরত থেকে ছুটির দিনে বিক্ষোভের অনুমতি চাইবো।
তিনি বলেন, পুলিশ প্রশাসন যদি নাগরিক এবং সাংবিধানিক অধিকার মেনে চলে তাহলে জামায়াতকে পরবর্তী কর্মসূচি পালনে বাধা দেবে না।
আজ ১১টায় কর্মসূচি পালন নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলটির। সেখানে তারা বিস্তারিত জানাবে।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা বিশৃঙ্খলা চাই না। শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব। বাংলাদেশে রাজনীতি করার জন্য নিবন্ধন জরুরি নয়।
জামায়াত নেতারা বলছেন, পুলিশের হুমকিতে নয়, মানুষের নিরাপত্তার স্বার্থে কর্মসূচি পেছানো হচ্ছে। আজকে কর্মসূচি পালনে সবধরনের প্রস্তুতি জামায়াতের ছিলো।
গত সোমবার জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল বিক্ষোভের অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের গেটে গেলে তাদের আটক করা হয়। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।
পাঠকের মতামত
আসসালামু আলাইকুম। আজ ৫ জুন বিকাল ৩.০০ টার বাইতুল মোকাররম উত্তর গেইটে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আগামী ১০ জুন শনিবার বেলা ২.০০ টায় বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। আপনাদের ভাই মোঃ নূরুল ইসলাম বুলবুল আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
Sotik siddantho Niyace Jamath
জননন্দিত, জনসমর্থন পুষ্ট ও দায়িত্বশীল রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর এটি একটি সুচিন্তিত ও বিজ্ঞ সিদ্ধান্ত। নেতৃবৃন্দকে ধন্যবাদ
জামাতের যেমন শক্তি তেমন বুদ্ধি -আজকে প্রমাণিত হয়ে গেল। এই দলটি যারা নিশ্চিহ্ণ করতে চায়,তারা বোকার স্বর্গে বসবাস করে। বিশেষ করে বামপন্থীরা।তারা আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করে তাদের উপর দমন-পীড়ন চালিয়েছে। এর দায়ভার সব আওয়ামী লীগের ঘাড়ে চাপায়ছে।যা আওয়ামী লীগ ও বুঝতে পারেনি।যেমন, স্যাংশান, ভিসা রেস্ট্রিকশন। এর কোনটি কি বামপন্হিদের উপর দিয়েছে?
অনুমতি নেন
Good very good
সঠিক সিদ্ধান্ত নিয়েছেন
জামায়াত একটি গুরুত্বপূর্ণ ভেজালহীন রাজনৈতিক দল, তাই বাংলাদেশের অধিকাংশ মানুষ জামায়াতের রাজনীতিকে অত্যন্ত ভালবাসে তাই আশাকরি ভবিষ্যতে ইতিবাচক ভাবে তারা বহুদূর এগিয়ে যাবে। দোয়া রইল
10.6.23 সনিবার নতুন সমাবেশের ঘোষণা বায়তুল মোকাররমের উত্তর গেটে
জামায়াত নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
সঠিক সিদ্ধান্ত দেখি পুলিশলীগ এবার কি করে।জামায়াত খুব ভালভাবেই খেলছে।সমাবেশ লাগবে না।পুলিশের অতি উৎসাহে অলরেডি সমাবেশ অনলাইনে হয়ে গেছে।জামায়াত যেটা চাইছিলো অর্থাৎ সংবাদ হওয়া সেটা হয়ে গেছে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]