ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

গাজীপুর সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা

‘মানুষ সুযোগ পেলেই নৌকাকে ডুবিয়ে দিচ্ছে’

স্টাফ রিপোর্টার, রোডমার্চের বহর থেকে

(৩ মাস আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৪ অপরাহ্ন

mzamin

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রংপুর নির্বাচনে নৌকার প্রার্থীর ভরাডুবি হয়েছে। গাজীপুরের মানুষও ভোট চোরের প্রতীককে সমর্থন করে নাই। সারা দেশে নৌকাডুবির ঘটনা ঘটবে। মানুষ যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই নৌকাকে ডুবিয়ে দিচ্ছে। 

রোববার বেলা দেড়টায় ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী রোডমার্চের অংশ হিসেবে গাজীপুরে প্রথম সমাবেশে এসব কথা বলেন তিনি। 
সাইফুল হক বলেন, গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করে সরকারকে পদত্যাগে মানুষ বাধ্য করবে। সরকার দেশ চালাতে পারছে না। এই সরকার ভোট চোর সরকার। সামনে যেসব জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন হবে সেখানে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে মানুষ নৌকা ডুবিয়ে দেবে। মানুষ আজকে জেগে উঠেছে। 

সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য গণতন্ত্র মঞ্চ রোডমার্চ শুরু করেছে। আমরা দীর্ঘদিন রাস্তায় লড়াই করছি এই সংবিধান সংস্কার করার জন্য। এই সংবিধানে সবকিছুই ওই একজন ব্যক্তি করতে পারে।

বিজ্ঞাপন
রাষ্ট্রপতিও নির্বাচিত করতে পারে। তাই  আমাদের এই শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সংবিধান ও রাষ্ট্র সংস্কার করতে হবে। 

এসময় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ। সমাবেশে গাজীপুর শাখার গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

এক জন নারীর কাছে বিশাল পুরুষ জাতি আজ কতবড় অসহায় আর দুর্বল! ভাবলে অহংকার হয় নাকি লজ্জা হয় জানিনা।

মোয়াজ্জেম হোসেন
৫ জুন ২০২৩, সোমবার, ৭:৪৩ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status