ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মোশা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিল রূপগঞ্জবাসী

স্টাফ রিপোর্টার
২ জুন ২০২৩, শুক্রবার
mzamin

 নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোশা বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যা, ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজি, মাদক, প্রতারণাসহ অন্তত ৪০ মামলার আসামি এই মোশা। র‌্যাব জানায়, মোশা দেশ থেকে পালানোর পরিকল্পনা করছিলেন। তিনি অবৈধভাবে ভারতে পালানোর পরিকল্পনার উদ্দেশ্যে সহযোগী দেলোয়ারকে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আত্মগোপন করেন। তবে দেশ ত্যাগ করার আগেই তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত ২৫শে মে রূপগঞ্জে স্থানীয় মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ২০-২৫ জন গুরুতর আহত হন। ওই ঘটনায় রূপগঞ্জ থানায় দু’টি মামলা হয়। এ ঘটনায় র‌্যাব জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায়, র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে বুধবার রাতে ভূরুঙ্গামারী থেকে মোশারফ হোসেন ও তার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে রূপগঞ্জের নাওড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণা, জমি দখল, মাদক কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। মোশার দলের সদস্য সংখ্যা ৭০-৮০ জন। মোশারফের নেতৃত্বে দলের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, অবৈধভাবে জমি দখল, হুমকি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ অর্থের বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে মোশা বাহিনীর সন্ত্রাসীরা দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন।

 গত ২৫শে মে রূপগঞ্জের নাওড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতার সৃষ্টি হলে মোশা বাহিনীর ৭০-৮০ জন এলাকায় শোডাউন, লোকজনকে মারধর ও গুলিবর্ষণ করে। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে মোশা বাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করলে মোশা বাহিনীর সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়ে অতর্কিত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫-৬ জন পুলিশ সদস্যকে আহত করে শীর্ষ সন্ত্রাসী মোশারফকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর মোশারফ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকায় আত্মগোপনে চলে যান। তার ভারতে পালানোর পরিকল্পনা ছিল। মোশারফ সম্পর্কে র‌্যাব জানায়, গ্রেপ্তার মোশারফ স্থানীয় একটি বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। 

এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সে ‘মোশা বাহিনী’ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টির অধিক মামলা রয়েছে। বিভিন্ন মেয়াদে তিনি একাধিকবার কারাভোগ করেছেন। ২০১৯ সালে র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলর সম্প্রতি সংবাদ সম্মেলন করেন। এ প্রসঙ্গে র‌্যাবের অবস্থান জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, সাবেক দুই কাউন্সিলর যে অভিযোগ করেছেন তা সংক্ষুব্ধ হয়ে যে কেউ করতে পারেন। তবে আমাদের যে ক্যাসিনো অভিযান তা দেশবাসী দেখেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সেখানে একটি শ্রেণি দুর্নীতির মাধ্যমে মানুষের টাকা আত্মসাৎ করছে এমন অভিযোগে আমাদের অভিযান (ক্যাসিনো-বিরোধী) ছিল। শুধু উনাদের দুই জনের বিরুদ্ধে অভিযান না, আমরা সে সময় আরও অভিযান করেছি। কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। দুই কাউন্সিলের অভিযোগ প্রসঙ্গে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ২০১৯ সালে আমরা অভিযান চালিয়েছি। তাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে এতদিনে তারা র‌্যাব সদর দপ্তর, আদালত কিংবা পুলিশ সদর দপ্তরে অভিযোগ জানাতে পারতেন। কিন্তু এতদিন পর তারা নিজেদের নির্দোষ দাবি করছেন। এটা সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে করতে পারেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status