ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৬ লাখ

নরসিংদী প্রতিনিধি
১ মে ২০২৪, বুধবার

নরসিংদীর রায়পুরায় নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। এ সময় তাদের থেকে ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়। গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার শালিধা এলাকার মৃত অলি মিয়ার ছেলে বিধান মিয়া (৩০), মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়নের জীতরামপুরের মৃত লিটন মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৪) ও পলাশ উপজেলার ইছাখালী পশ্চিমপাড়ার মোশাররফ মিয়ার ছেলে মো. সোলাইমান মিয়া (৩৭)। পুলিশ সুপার জানান, গত ৪ ঠা এপ্রিল নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদনগর এলাকায় সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন নগদের দুই এজেন্টকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা হলে ঘটনাটির তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা। এরই  প্রেক্ষিতে বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১০ই এপ্রিল রাত ১০টার দিকে শিবপুর উপজেলার কলেজগেইট এলাকা থেকে হৃদয় ও সোলাইমানকে গ্রেপ্তার করে জেলা গোয়ান্দা শাখা। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা নরসিংদী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাত ১১টায় সদর উপজেলার পাঁচদোনার মোড় থেকে ঘটনার সঙ্গে জড়িত বিধান মিয়া নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
এ সময় তার থেকে ছিনতাইকৃত ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের মাধ্যমে মোট ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।  বিধানকে আজকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মোট ৬ জন জড়িত রয়েছে। বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে ৩টি ও সোলাইমানের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এ. এম ফজল-ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status