ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

নির্বাচন অবাধ করতে ইসি’র প্রস্তুতি জানতে চাইলেন জাপানি দূত

স্টাফ রিপোর্টার
২ জুন ২০২৩, শুক্রবার
mzamin

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রস্তুতির খোঁজ নিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে জাপানি রাষ্ট্রদূত বলেন, কমিশনে প্রথমবারের মতো এসেছি। এর আগে দেখা করার সুযোগ হয়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। তারা (ইসি) ব্রিফ করে আলোচনার বিষয় আপনাদের জানাবেন। আমি আর কোনো কিছু প্রকাশ করতে চাই না। 

বৈঠকের বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। উনি বাংলাদেশে যোগদান করার পর সিইসি’র সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। উনি আমাদের নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাকে ব্রিফ করেছেন। এটাই ছিল মূল বিষয়।

এর মধ্যে বিশেষ করে ছিল যে নির্বাচনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন অগ্রগতি, সীমানা পুনঃনির্ধারণের অগ্রগতি, কোন পদ্ধতিতে আমরা রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করে থাকি, এ ছাড়া রোডম্যাপে আমরা কী কী বিষয়ে এগিয়ে আছি, সেগুলো জানতে চেয়েছেন এবং নিবন্ধন, আসন বিন্যাস নিয়ে কথা বলেছেন।

অগ্রগতি জানার পর কোনো সন্তুষ্টির কথা বলেছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, এখানে সন্তুষ্টি, অসন্তুষ্টির কিছু না।

বিজ্ঞাপন
উনারা ঠিক আছে, না আছে এটা বলারই তো এখতিয়ার থাকার কথা না। সুতরাং আপনাদের বুঝতে হবে, এটা আমাদের রাষ্ট্রীয় বিষয়। আমাদের কাছে জানতে চেয়েছেন রোডম্যাপে যে ঘোষণা দিয়েছেন তার অগ্রগতি কী। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, পর্যবেক্ষণ নিয়ে উনি কিছু বলেন নাই। সিইসি যেটা বলেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের কাছে অনুরোধ এসেছিল, আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইইউ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে বলা হয়েছে তারা টিম পাঠাতে পারেন। সিইসি তাদেরও অনুরোধ করেছেন আপনারা পর্যবেক্ষণ টিম পাঠান আমরা স্বাগত জানাবো। উনি কী বলেছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। উনি রাষ্ট্রের সঙ্গে আগে কথা বলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status