দেশ বিদেশ
চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে সংঘর্ষ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবারদীর্ঘ ৫ বছর পর চট্টগ্রামের মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। তবে সমাবেশে স্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এতে কয়েকজন আহত হয়। গতকাল বেলা ৩টার দিকে নগরের লালদীঘির জেলা পরিষদ চত্বর এলাকায় সমাবেশ শুরু হয়। তবে বিকালে পৌনে ৫টার দিকে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আরশাদুল হক বাচ্চু ও চসিকের কাউন্সিল ওয়াসিম উদ্দিনের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্ল্লোগান দেয়াকে কেন্দ্র করে বিবদমান এই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসার সময় সমাবেশস্থলে এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আরশাদুল আলম বাচ্চু ও চসিকের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুইপক্ষই ইটপাটকেল ছুড়ে। এতে কাউন্সিলর ওয়াসিমের মাথায় আঘাত পেয়ে আহত হন।
১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন জানান, সমাবেশে হঠাৎ দু’পক্ষ বিশৃঙ্খলা শুরু করে। সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, লালদীঘি জেলা পরিষদের সামনে ১৪ দলের গণসমাবেশে মিছিল নিয়ে আসার সময় সমাবেশস্থলের সামনে বিকাল আনুমানিক ৫টার দিকে এমইএস কলেজের সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চু এবং সাবেক ছাত্রনেতা বর্তমানে ১৩নং পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দু’পক্ষই ইটপাটকেল ছুড়লে কাউন্সিলর ওয়াসিমের মাথায় লাগলে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলেও সিনিয়র নেতৃবৃন্দ এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলিশ সতর্ক অবস্থায় আছে।