বাংলারজমিন
মেহেরপুরে ৩ মাদ্রাসা ছাত্রী নিখোঁজ
মেহেরপুর প্রতিনিধি
(৩ মাস আগে) ৩০ মে ২০২৩, মঙ্গলবার, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৯ অপরাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের ৩ মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। প্রেমের কারণে তারা বাড়িছাড়া হয়েছে, নাকি কোনো অপহরণ চক্রের খপ্পরে পড়েছে এ নিয়ে গুঞ্জন চলছে এলাকায়। নিখোঁজ ৩ ছাত্রী হলো- দেবীপুর গ্রামের বানারুল ইসলামের মেয়ে ও বামন্দী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী স্বপ্না খাতুন, সাইদুল ইসলামের মেয়ে একই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী সুবর্ণা খাতুন ও জামিরুল ইসলামের মেয়ে এবং একই মাদ্রাসার ছাত্রী সুমাইয়া খাতুন।
গত রোববার সকালে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে তাদের সন্ধান পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর করে হদিস পাননি। এ বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি ডায়েরি করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার নাম করে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পার হলেও তারা বাড়ি ফিরেনি। ফলে অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান মেলেনি।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ ৩ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।