ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

ডিএমপিতে গিয়ে ২ ঘণ্টা আটকা জামায়াতের ৪ নেতা

স্টাফ রিপোর্টার
৩০ মে ২০২৩, মঙ্গলবার
mzamin

আগামী ৫ই জুন রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে  ইসলামী। এই বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইতে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে চিঠি নিয়ে মিন্টো রোডের ডিএমপি’র সদর দপ্তরে যান দলটির চার নেতা, যারা পেশায় আইনজীবী। কিন্তু তারা ডিএমপি কার্যালয়ে প্রবেশের আগেই পরিচয় নিশ্চিতের কথা বলে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় রমনা জোনের সহকারী কমিশনারের কার্যালয়ে। সেখান থেকে প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় নিশ্চিত এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাইয়ের পর ছেড়ে দেয়া হয়। 
দলের পক্ষ থেকে ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি গোলাম রহমান ভূঁইয়া, বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল বাতেন, বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া। তারা ডিএমপির ফটকে গিয়ে নিরাপত্তারক্ষীদের পরিচয় দেন। আইনজীবীরা বলেন, অনুমতি চাওয়ার পত্র তারা ডিএমপির ই-মেইলে পাঠিয়েছেন। এখন তারা সরাসরি দিতে এসেছেন। বিষয়টি নিরাপত্তারক্ষীরা ফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপরই দুইটি গাড়িতে করে পুলিশ ৪ জন আইনজীবীকে আটক করে রমনা জোনের সহকারী কমিশনারের কার্যালয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন
তারা পুরনো মামলার আসামি কিনা যাচাই-বাছাই শেষে প্রায় ২ ঘণ্টা পর মুক্তি দেয়া হয়।  
এ বিষয়ে ডিএমপি’র রমনা জোনের সহকারী কমিশনার সালমান ফারসি জানান, তাদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। পরে তারা এখান থেকে চলে যান।  
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জানান, জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে। যারা এসেছিলেন, তারা কোনো মামলার আসামি কিনা, তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কিনা, তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। তাদের আবেদন  রেখে দেয়া হয়। এরপর তারা চলে যান।’ তবে তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। রাতে এক বিজ্ঞপ্তিতে নেতাদের ছেড়ে দেয়ার বিষয়টি জানায় জামায়াত।  

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status